বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সুনামগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম পানির নিচে ও বাসে অভিযান চালিয়ে কাউকে পাইনি বলে জানান। পরে তারা আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযানের সমাপ্ত ঘোষণা করেন। বাসটি খাদে পড়ার সাথে সাথে ৪জন সাতরিয়ে পাড়ে উঠেন।
সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। মঙ্গলবার সকাল ১১টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকালে সিলেট থেকে১৭ জন যাত্রী নিয়ে বাসটি সুনামগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার জানিগাও নামক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়র সাথে সাথে নেমে ৪ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। বাকিরা বিভিন্ন স্থানে নেমে পড়েন বলে জানা গেছে। সর্বশেষ বাস উদ্ধার কাজ করছে হাইয়ে পুলিশ।
Leave a Reply