1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম ইস্পাহানীয়ানস্’৮৫ মিলন মেলা পালিত।

আজও বিচারের আশায় পথচেয়ে আছে পায়েলের পরিবার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ১৬৫ বার

 

. আজ সাইদুর রহমান পায়েলের ২য় মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী স্মরণে বাদ আসর হালিশহর বি-ব্লক বিহারি কবরস্থানে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন পায়েলের বাবা গোলাম মাওলা ও পায়েল ফাউন্ডেশন চেয়ারম্যান ফাহাদ চৌধুরী দিপু।এসময়ে ফাহাদ চৌধুরী দিপু সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পায়েলের ইচ্ছে ছিল সমাজ ও মানুষের জন্য কিছু করা।তারই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছে পায়েল ফাউন্ডেশন।দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণেও পায়েল ফাউন্ডেশন বেশকিছু উদ্যেগ গ্রহন করেছে মানুষের কল্যানের জন্য।এগুলো সপ্তাহব্যাপী কার্যক্রম এর মধ্য দিয়ে পালন করা হবে।

এসময় তার কাছ থেকে জানা যায়,উদ্যেগগুলো হল- বৃক্ষ রোপন,বিহারী কবরস্থানের রাস্তা পাকা করা, আইশোলোসন সেন্টার খাদ্য বিতরণ, ফিল্ড হাসপাতালে ঔষধ বিতরণ ও করোনা স্বেচ্ছাসেবকদের পিপিই বিতরণ।

উল্লেখ্য গত ২১ জুলাই ২০১৮ সাল হানিফ এন্টারপ্রাইজের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে হানিফ পরিবহনের চালক সুপারভাইজার ও হেলপার মিলে হত্যা করে পায়েলকে ।হত্যার পর লাশ ঘুম করতে মুন্সিগন্জ গজারিয় ভাটেরচর সেতু থেকে পায়েলকে নদীতে ফেলে দেয় ।ঠিক একদিন পর ২৩ জুলাই গজারিয়ার ভাটের চরে নদীতে পায়েলের লাশ পাওয়া যায়। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে—পায়েল বাথরুমের কথা বলে গাড়ি থেকে নেমেছিলেন। পুনরায় গাড়িতে ওঠার সময় আহত হয়েছিলেন তিনি। পরে রক্তাক্ত পায়েলকে হাসপাতালে পাঠানোর পরিবর্তে মুখ থেঁতলে নদীতে ফেলে দেয় বাসের কর্মীরা।

এতে পায়েলের মামা গোলাম সরওয়াদী বাদী হয়ে মামলা করে গজারিয়ায় থানায়।নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলা বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। বতমানে ঢাকার দ্রুত বিচার ট্রাইবুন্যাল-১ এ শুরু হয়েছে বিচারকাজ ।

প্রসঙ্গত, তিন আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিচারের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। পাশাপাশি মামলাটি চট্টগ্রাম থেকে ঢাকায় স্থানান্তরেরও নির্দেশ দেওয়া হয়। এমন নির্দেশনার পর আগের প্রজ্ঞাপন সংশোধনের পর নতুন প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল স্মৃতি সংসদ হালিশহরের সভাপতি ফয়সাল মাহমুদ,পায়েলের বড় মামা ও মামলার বাদী গোলাম মাওলা মেজ, পায়েলের মামা কামরুজ্জামান চৌধুরী টিটু, দূর্বার তারুণ্যের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদসহ পায়েলের বন্ধুমহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..