আরমান হোসেন, আনোয়ারা প্রতিনিধি
দিন দিন বাড়ছে অবৈধ উপায়ে মাছ বিক্রি করার কারসাজি।বিভিন্ন রাসায়নিক দ্রব্য প্রয়োগ করে মাছের ওজন বৃদ্ধি,মাছের গুণগত মান নষ্ট করে বাজারে বিক্রি করা হয়। এক শ্রেণির জেলেদের অবৈধ কাজটি পেশায় পরিণত হয়েছে।
চট্টগ্রামের আনোয়ারায় এসব জেলেদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করেছে উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার ২৩ জুলাই উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)তানভীর হাসান চৌধুরী’র যৌথ অভিযানে আনোয়ারা কালা বিবির দিঘীর মোড় থেকে চিংড়ি মাছে রাসায়নিক দ্রব্য জেলী পুশ করায় ৪০ কেজি চিংড়ি জব্দ করা হয়।এসময় চিংড়ি মাছের ওজন বৃদ্ধি করে গ্রাহকের সাথে প্রতারণার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিক্রেতাকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং মাছ বিক্রেতাকে আটক করা
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী জানান, অবৈধ উপায়ে চিংড়ি বিক্রি করার খবর পেয়ে উপজেলার প্রশাসনিক টিমের মাধ্যমে অভিযান পরিচালনা করে দ্রুত আইনি ব্যবস্হা নেওয়া হয়েছে।
Leave a Reply