এম,এ,জলিলঃ
বিশেষ সংবাদদাতাঃ-যশোরের চৌগাছা বাসষ্টান্ড এলাকা থেকে ৭কেজি সহ এ ক মহিলা মাদক ব্যাবসায়ী আটক।
ইংরেজি ২৩/৭/২০ তাং রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় চৌগাছা থানা পুলিশের অফিসারদের নেতৃত্বে উক্ত গাজার চালান টি আটক করতে সক্ষম হন।
অতঃপর সাথে থাকা অপর ২ আসামি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রিফাত খান রাজিবের তত্ত্বাবধানে চৌগাছা থানার এস,আই শাহিন এ,এস,আই ইব্রাহিম এ,এস,আই সুমন সঙ্গীয় ফোর্স নিয়ে চৌগাছা যশোর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী সালমা খাতুনকে ৭কেজি গাজা সহ গাড়ি থেকে আটক করে এবং সাথে থাকা অপর দুই জন ওপালিয়ে যায়।
আটককৃত সালমা ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জহিরউদ্দিন এর স্ত্রী এবং পলায়ন কৃত আসামি অপার ২জন হলো ঝিনাইদহ জেলার মহেশ পুর থানার বাসিন্দা।
এ ব্যাপারে আটকৃত আসামি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তবে উল্লেখ্য যে আটককৃত আসামি সালমার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কোর্ট হাজতে প্রেরন করা হবে।তবে আরো জানা যায় যে, মাদক ব্যাবসায়ী সালমার নামে ইতিপূর্বে কোর্ট হাজতে একাধিক মাদক মামলা বিচারাধীন আছে।
Leave a Reply