“অবৈধ ও অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন ও বাজারজাতকরণের অপরাধে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা”
২২ জুলাই করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে মান্যবর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মহোদয়ের নির্দেশনায় পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ড্রাগ এক্ট, ১৯৪০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পারভেজ মল্লিক।
ড্রাগ সুপারভাইজার, নরসিংদী ও র্যাব ১১ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা প্রদান করেন। এসময়ে অনুমোদন ব্যতিরেকে অবৈধ হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন কার্যক্রম ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে উদঘাটিত হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক নিয়মবহির্ভূতভাবে অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনের অপরাধ স্বীকার করেন।
বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত উক্ত প্রতিষ্ঠানকে ড্রাগ এক্ট, ১৯৪০ অনুযায়ী ১০ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং অনুমোদনহীন অবৈধ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়।
করোনা প্রতিরোধ ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।
Leave a Reply