হরিরাম বর্মন, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে করােনা উপসর্গ নিয়ে ৫৫ বছর বয়সী এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যাক্তির নাম আমিরুল ইসলাম। তিনি সদর উপজলার ধাক্কামারা ইউনিয়নে কমলাপুর গ্রামের মৃত কসিমউদ্দিন ওরফ তিরাঙ্গির ছেলে। বুধবার মধ্যরাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ মৃত আমিরুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছে। নিহতের পরিবারের সদস্যরা জানায়,গত কিছুদিন ধরে জ্বর-সর্দি-কাঁশিতে আক্রান্ত ছিলেন তিনি এবং ডায়াবেটিকসও ছিল মৃত আমিরুল ইসলামের । স্থানীয়ভাবে চিকিৎসা চলছিল তার। পরে গত মধ্যরাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে নিজ বাড়িতেই মৃত্যু হয় তার। ধাক্কামারা ইউপি চেয়ারম্যান আওরঙ্গজেব জানায়, গত কয়েকদিন থেকে জ্বর-সর্দি-কাঁশিতে ভুগতেছিলেন আমিরুল ইসলাম । তার মৃত্যুর খবর আমি ইউএনও এবং জেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছি। তারা এসে নমুনা সংগ্রহ করেছে।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাে. আরিফ হােসেন জানায়, স্বাস্থ্যবিধি মেনে তার জানাযা সম্পন্ন করা হবে। এদিকে পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, জ্বর-সর্দি-কাঁশিতে ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর গ্রামে একজনের মৃত্যুর খবর শুনেছি। একটি মেডিক্যাল টিম পাঠানাে হয়েছে মৃত ব্যাক্তি সহ ওই পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের জন্য। বাড়তি সতর্কতার সাথে মৃত ব্যাক্তির দাফন কাজ সম্পন্ন করা হবে।
Leave a Reply