ফুলপুর প্রতিনিধিঃ- মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর বাসষ্ট্যান্ডে হাসান ম্যানসনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২ টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এতে নগদসহ প্রায় ২ কোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে বলে মালিকগণ জানান।
জানা যায়, ফুলপুর বাসষ্ট্যান্ডে হাসান ম্যানসনের ভিতরে পিছনের দিকে মার্কেট থেকে আজ বুধবার ভোর রাত পৌনে ৪ টার দিকে আগুনের ধোয়া উঠতে দেখতে পায় পাহাড়াদার ও বাসষ্ট্যান্ড মসজিদের মুসল্লী। তখন বাসষ্ট্যান্ড মসজিদের মাইকে মার্কেটে আগুন লাগার ঘোষণা দেয়া হয়। মাইকের আগুন লাগার ঘোষণা শুনে ও সংবাদ পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস, থানার পুলিশ সদস্যরা, স্থানীয় সেচ্ছাসেবক ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন এবং মার্কেটের ক্যাচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করেন। এরই মধ্যে পুরো মার্কেটে দাউ দাউ করে আগুন জ্বলছিল। দীর্ঘ সময় চেষ্টার পর পরিস্থিতি বেসামাল দেখে হালুয়াঘাট ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফুলপুর ও হালুয়াঘাট ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্বেচ্ছাসেবকদের যৌথ প্রচেষ্টায় প্রায় ঘন্টা দেড়েক পর আগুন নিয়ন্ত্রণে আসে। এসময়ের মাঝে প্রায় ২২ টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ফুলপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
মার্কেটে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার, পৌর মেয়র মোঃ আমিনুল হক, জেলা আওয়ামীলীগ সদস্য শাহ কুতুব চৌধুরী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, ফুলপুর ব্যবসায়ী সমিতির সভাপতি রাসেল আহম্মেদ রয়েল, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply