যেদিন এই পৃথিবী পরিবর্তিত হইয়া অন্য পৃথিবী হইবে এবং আকাশমন্ডলীও ; এবং মানুষ উপস্থিত
হইবে আল্লাহুর সম্মুখে- যিনি এক পরাক্রমশালী। সেই দিন তুমি অপরাধীদেরকে দেখিবে শৃঙখলিত
অবস্থায়, উহাদের জামা হইবে আলকাতরা এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহাদের মুখমন্ডল ;
ইহা এইজন্য যে, আল্লাহু প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন। নিশ্চয়ই আল্লাহু দ্রুত হিসাব গ্রহণ করেন।
এ কুরআন মানুষের জন্য এক বার্তা, যাহাতে ইহা দ্বারা উহারা সতর্ক হয় এবং জানিতে পারে যে, তিনি একমাত্র ইলাহ এবং যাহাতে বোধশক্তি- সম্পন্নেরা উপদেশ গ্রহণ করে।
সূরা ইবরাহীম- ১৪ (৪৮- ৫২)
Leave a Reply