আঃজলিল, যশোর থেকে : যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী রায়পাড়ার শাহেদাকে ১৮০০ পিছ ইয়াবা সহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শহরের চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিতে সকালে অভিযান চালিয়ে মাদকের এই চালান জব্দ করা হয়। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সাহেদা বেগমকে (৫৪) আটক হয়েছেন। এ ঘটনায় আটক সাহেদা বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতয়ালি থানায় মামলা করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোর ক-সার্কেলের ইনসপেক্টর মোহাম্মদ মনিরুজ্জামান জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চাঁচড়া রায়পাড়া কয়লাপট্টিতে সেকেন্দার খাঁ’র স্ত্রী সাহেদা বেগমের কাছে বিপুল পরিমানে ইয়াবা ট্যাবলেট রয়েছে। এ খবর পেয়ে সকাল ৯টার দিকে তিনিসহ তাদের সাব-ইনসপেক্টর জেসমিন আরা ওই বাড়িতে অভিযান চালান। এ সময় তারা সাহেদা বেগমকে আটক করেন।
পরে সাহিদা বেগমের রান্নাঘর সংলগ্ন একটি ঘরে তল্লাশি চালিয়ে জ্বালানি কাঠের নিচ থেকে প্লাস্টিকের ৬টি প্যাকেটে রাখা ১৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেন। প্রতিটি প্যাকেটে ৩শ’ পিস করে ইয়াবা ট্যাবলেট ছিলো।
Leave a Reply