আরমান হোসেন,আনোয়ারা প্রতিনিধি
পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে আনোয়ারায় বিগত বছরের ন্যায় বসছে ছোট-বড় পশুর হাট। প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষ্যে আনোয়ারায় সরকার হাট,রুস্তমহাট,চৌমহনী বাজার,
মিন্নাত আলী দোভাষী হাট আন্নার আলী সিকদার হাট ও ওয়াহেদ আলী বাজারে পশুর হাট বসে।এই বছরও বিগত বছরের ন্যায় হাটগুলোতে পশুর হাট বসানোর তোড়জোড় শুরু করে দিয়েছে।মাইকিং ও লিপলেট বিতরণ করে প্রচারণা করছে অনেক ইজারাদাররা।
করোনা মহামারি বিস্তারের ফলে অস্বাভাবিক পরিস্থিতিতে এ বছর পশুর হাট সীমিত করা হচ্ছে।আনোয়ারায় বেড়েছে করোনা সংক্রমণের হার।করোনার বিস্তার রোধে উপজেলা প্রশাসন কর্তৃক আনোয়ারায় তিনটি জায়গা সরকার হাট,বটতলী রুস্তমহাট ও চৌমহনী বাজার নির্ধারণ করা হয়েছে।প্রশাসনের নির্দেশনা না মেনে এসব নির্ধারতি জায়গা ব্যতিত আরও তিনটি জায়গায় পশুর হাট বসার সম্ভবনা রয়েছে।
এই ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) শেখ জোবাইয়ের আহম্মেদ জানান,উপজেলা প্রশাসন কর্তৃক পশুর হাট বসতে আনোয়ারায় গুরুত্বপূর্ণ তিনটি জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে।এর বাইরে অন্য জায়গায় পশুর হাট বসলে আইনি ব্যবস্হা নেওয়া হবে।
Leave a Reply