1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নর্থ- সাইপ্রাস বাংলাদেশ কমিউনিটির “মহান স্বাধীনতা দিবস উদ্যাপন ২০২৩ “ বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটি ছিল বাঙালির মুক্তি ও স্বাধিকার অর্জনের মূলমন্ত্র: ড.কলিমউল্লাহ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে অভিযান শিক্ষা কর্মসূচির উদ্দ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান । রংপুরের গঙ্গাচড়ায় চিরকুট লিখে কিশোরীর আত্মহত্যা ভৈরব থেকে ৩৮ কেজি মাদকদ্রব্য গাঁজা পাচারকালে ০১ মাদক কারবারীকে আটক টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এর বিদায়: নবাগত অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ মহিউদ্দিন আহমদ কে বরণ। দেশ ও প্রবাসের সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ শহিদুল ইসলাম ফসলি জমি দখল করে মাটি বিক্রি, থানায় অভিযোগ বন্দর নগরীর চকবাজারে ডার্ক রেস্টুরেন্ট গুলো যেন অবৈধ মেলামেশার স্বর্গরাজ্য চট্টগ্রাম মহানগর বিচার বিভাগ কর্তৃক আয়োজিত ‘মত বিনিময় সভায়, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়

কমলগঞ্জের কানিহাটি চা-বাগানে টি এস এস এর ২টি বৈদিক শিক্ষা কেন্দ্র শুভ উদ্বোধন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ২৭৮ বার

 

রাজন দত্ত রাজু,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।

তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জের কানিহাটি চা-বাগান এলাকার দুটি পৃথক স্থানে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ”।
আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ১১ঘটিকায় শমসেরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানিহাটি দূর্গা মন্ডপ প্রাঙ্গনে ও অপরটি দুপুর ২ঘটিকায় কানিহাটি কালি মন্ডপে আয়োজতি এই গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ” এর উদ্বোধন অনুষ্টানে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দিপু কর্মকার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ,সহ সাংগঠনিক সম্পাদক শম্ভু সরকার রবিন, সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্ময়কারী শ্রী সুর্য মালাকার শিপন। উপস্থিত অতিথিদের ধর্মালোচনা শেষে বৈদিক শিক্ষা কেন্দ্র গুরুকূল জ্ঞানগৃহের শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎরায় । উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্বে করেন টি.এস.এস. শমসেরনগর ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক শ্রী সৌর বিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শমসেরনগর ইউপি সদস্য সিতা রাম বিম,সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝলক রন্ঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু , সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় মল্লিক, মৌলভীবাজার পৌর সভার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী সুমন পাল প্রমূখ।
উপস্থিত অতিথিগন তাদের বক্তব্যে বলনে, টি, এস,এস যে ভাবে সনাতনী সমাজের শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য সারা মৌলভীবাজার জেলাব্যাপি গুরুকুল জ্ঞানগৃহ স্থাপনের মাধ্যমে সর্বমহলে যে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন সেই ধারাকে অব্যাহত রাখতে পারলে একসময় প্রতিটি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় গুরুকুল জ্ঞানগৃহ পাওয়া যাবে।
অনুষ্টানে দুইটি শিক্ষাকেন্দ্রের মোটঃ ৬০জন শিক্ষার্থীর মধ্যে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা ,খাতা ও কলম বিতরন করা হয়। শিক্ষার্থীদের সঠিক র্ধমীয় শিক্ষা গ্রহণ করতে হলে ক্লাসে নিয়মিত ছাত্রদের উপস্থিত থাকার বিষয়টির উপর জোর দেন বক্তারা ।
অবহেলিত সনাতনী সম্প্রদায়কে সঠিক র্ধমীয় শিক্ষায় শিক্ষিত করে তুলতে মৌলভীবাজার জেলার সনাতন র্ধমাবলম্বীদের র্সববৃহৎ বেসরকারী স্বেচ্ছাসেবী ধর্মীয় সংগঠন তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার জেলাসহ সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় তাদের বৈদিক শিক্ষা র্কাযক্রম এই “গুরুকূল জ্ঞানগৃহ গীতা স্কুল” স্থাপন ও পরিচালনা করে আসছে। এবং ইতিমধ্যে তা একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসাবে র্সবমহলে প্রশংশিত হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..