রাজন দত্ত রাজু,কমলগঞ্জ মৌলভীবাজার প্রতিনিধি।।
তরুণ সনাতনী সংঘ (টি.এস.এস) কমলগঞ্জ উপজেলা শাখার পরিচালনায় ও সনাতনী প্রবাসী গ্রুপের সহযোগীতায় কমলগঞ্জের কানিহাটি চা-বাগান এলাকার দুটি পৃথক স্থানে আনুষ্টানিক ভাবে উদ্বোধন করা হলো বৈদিক শিক্ষা কেন্দ্র গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ”।
আজ ২৪ জুলাই শুক্রবার সকাল ১১ঘটিকায় শমসেরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কানিহাটি দূর্গা মন্ডপ প্রাঙ্গনে ও অপরটি দুপুর ২ঘটিকায় কানিহাটি কালি মন্ডপে আয়োজতি এই গীতা স্কুল “গুরুকূল জ্ঞানগৃহ ” এর উদ্বোধন অনুষ্টানে,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টি.এস,এস. মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্রী দিপু কর্মকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,টি এস এস মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জগদীশ দাশ,সহ সাংগঠনিক সম্পাদক শম্ভু সরকার রবিন, সনাতনী প্রবাসী গ্রুপের প্রধান সমন্ময়কারী শ্রী সুর্য মালাকার শিপন। উপস্থিত অতিথিদের ধর্মালোচনা শেষে বৈদিক শিক্ষা কেন্দ্র গুরুকূল জ্ঞানগৃহের শুভ উদ্বোধন করেন টি ,এস,এস কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী বিশ্বজিৎরায় । উদ্বোধন অনুষ্টানে সভাপতিত্বে করেন টি.এস.এস. শমসেরনগর ইউনিয়ন শাখার যুগ্ন আহবায়ক শ্রী সৌর বিম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শমসেরনগর ইউপি সদস্য সিতা রাম বিম,সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী ঝলক রন্ঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক শ্রী রাজন দত্ত রাজু , সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী বিজয় মল্লিক, মৌলভীবাজার পৌর সভার ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শ্রী সুমন পাল প্রমূখ।
Leave a Reply