কল্যাণ তাদের জন্য যারা তাদের প্রভুর নির্দেশ পালন করে। আর যারা তাঁর নির্দেশ পালন করে না, যদি তাদের কাছে পৃথিবীতে যা কিছু আছে তার সবই থাকত এবং এর সাথে সমপরিমাণ আরও কিছু থাকত,
তবে তারা মুক্তিপণ স্বরূপ তা দিয়ে দিত। তাদের হিসাব হবে অত্যন্ত কঠোরভাবে এবং জাহান্নাম হবে তাদের আবাস। আর তা কতইনা নিকৃষ্টতম
বাসস্থান !
আর যে ব্যক্তি জানে- তোমার প্রতি যা নাযিল হয়েছে তা সত্য,আর যে জ্ঞানান্ধ- তারা কি সমান?
তারাই শুধু উপদেশ গ্রহণ করে যারা বোধশক্তি সম্পন্ন, যারা আল্লাহুর সাথে অঙ্গীকার রক্ষা করে
এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না,
আর আল্লাহু যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন যারা তা অক্ষুণ্ণ রাখে, তাদের রবকে ভয়
করে ; এবং ভয় করে কঠোর হিসাবকে।
সূরা রা’দ- ১৩ (১৮- ২১)
Leave a Reply