“মানুষ মানুষের জন্য” — এ মন্ত্রে উদ্দীপ্ত নরসিংদী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহমুজুশ হক টিপু ।
নরসিংদীর পলাশ ও শিবপুর উপজেলার অসহায়, দুঃস্থ , দরিদ্র ও হতদরিদ্রদের ভরসাস্থল এই টিপু। যিনি ইতোমধ্যে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানবতার ফেরিওয়ালা হিসেবে খ্যাত হয়েছেন।
মাহফুজুল হক টিপু এবার তার জন্মস্থান শিবপুরের সাধারচর ইউনিয়নের প্রতিবন্ধীদের সাথে আসন্ন ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করেছেন । প্রতিবন্ধীদের মুখে হাসি ফুটিয়েছেন।
মাহফুজুল হক টিপু ও তার বড় ভাই জাহিদুল হক দিপু তাদের পরিবারের পক্ষ থেকে সাধারচর ইউনিয়নের প্রতিবন্ধীদের দিকে মানবিক সহযোগিতার হাত প্রসারিত করেছেন।
তাদের জন্মভূমি সাধারচর ইউনিয়নের গ্রামের নিজ বাড়ির প্রাঙ্গণে ২৪ জুলাই শুক্রবার ১১-০০ ঘটিকায় ইউনিয়নের ৬২ জন প্রতিবন্ধীদের প্রত্যেককে নগদ এক হাজার টাকা করে বিতরণ করেছেন ।
এসময় উপস্থিত ছিলেন সাদার চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম দীন মোহাম্মদ মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল খান ও কোভিদ আহমেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
Leave a Reply