সিগারেট- তুমি
প্রেমিকার মৃদু হাসি,
শেষটানেও তোমায় ভালবাসি সিগারেট- সে তো অশ্রুসিক্ত বেদনা,
ধবল ধোয়াতে মেলায় অন্তীম ঠিকানা।
সিগারেট-সে তো
অব্যক্ত চাপা কথা,
অগ্নিসুতায় শৈল্পিক নকশীকাঁথা।
সিগারেট-সে তো
পথিকের কৌনিক দৃষ্টি,
ঔরস-স্বজনে অনাসৃষ্টি।
সিগারেট-সে তো ফুসফুসের কলঙ্ক,
চিকিৎসাবিজ্ঞানে অবধারিত আতঙ্ক।
সিগারেট-সে তো
অর্থে কেনা বিষ,
বন্ধু ফেলে দেওয়ার পূর্বে আমায় দিস।
সিগারেট-সে তো শুভাকাঙ্খীর বারন,
প্রতিজ্ঞাভেঙ্গে লুকিয়ে গ্রহন।
সিগারেট- সে তো হাতবদলে অমৃত,
নিঃসঙ্গে হয়তো একটু তেতো।
সিগারেট- সে তো
অপ্রিয় সত্য,
চঞ্চল অস্বীকারেই মহত্ত্ব।
সিগারেট-সে তো ঘুষ,
সামান্য পাপটুকুতে আদৌ কার দোষ?
সিগারেট-সে তো
চওড়া হাসি,
হাসির প্রেমেতে নিকোটিনবাসী!
লেখক
আদনান ফয়সাল
১ম বর্ষ, মার্কেটিং বিভাগ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
Leave a Reply