জলিল, যশোর থেকে : যশোর জেলার কেশবপুর উপজেলার বিভিন্ন বিল ঘুরে ঘুরে শাপলা ফুল তুলে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগর দত্তকাটি গ্রামের মৃত নারায়ন মন্ডলের পূত্র মদন মহন মন্ডল।
সারাদিন রোদ কিংবা মুষলধারে বৃষ্টি যাই হোক না কেন বিলে যেতেই হবে তাকে। শাপলা তুলতেই হবে। তা না হলে সংসার চলবে কি করে? বিলের শাপলাই তো তার অন্ন জোগাতে সিংগভাগ ভূমিকা রাখছে।
শাপলা নেবেন…. শাপলা….লাল সাদা তরতাজা শাপলা। এমন করে কেশবপুর শহরের পথে পথে শাপলা বিক্রেতার হাঁক শুনলেই কেশবপুর শহরের ছোট বড় সকলেই ছুটে আসেন তরতাজা শাপলা নিতে।
জাতীয় ফুল শাপলা শুধু সৌন্দয্যের প্রতীক নয়, সবজি হিসেবেও বেশ জনপ্রিয়। কেশবপুর বাজারে শাপলা ফুল বিক্রেতাকে দেখে শুরু হল পিছু নেওয়া। তখন সকাল ১০ টা। বাজারে শাপলা বিক্রি শেষ । মদন মহন মন্ডল এর সাথে কথা । তিনি যাচ্ছেন বিলে । শাপলাফুল সংগ্রহ করবেন বলে। এবার তিনি কেশবপুরের ২৩মাইল ঢলিরপাড়া বিলে যাবেন। আমরাও তার সাথে গেলাম আমি আর দৈনিক প্রবাহের বার্তা সম্পাদক সুমন।
বিলের পাড়ে গেলেন একটি গামছা পরে নেমে গেলেন বিলে। পাঁচ ছয়টি শাপলার একএকটি আটি। পাঁচ থেকে আট টাকা বিক্রয় করনে তিনি বলে জানালেন। তিনি আরো জানান কেশবপুর টু পাঁজিয়া ভ্যান চালান তিনি। করোনার জন্য যাত্রী কম। সংসারে ৪ জন সদস্য। তাই সংসার চালাতে শাপলা বিক্রেতা তিনি। তিনি সরকারি অনুদান পান না। পেলে ভাল হয়।
Leave a Reply