1. admin@lalsabujerdesh.com : ডেস্ক :
  2. lalsabujerdeshbd@gmail.com : Sohel Ahmed : Sohel Ahmed
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
বঙ্গবন্ধু বাঙালি চেতনার এক অনন্য প্রতিষ্ঠানের নাম: ড.কলিমউল্লাহ আজ প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব মোঃ জিল্লুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ভৈরব প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ ৫ জন নামধারী সাংবাদিক ও ২৪ জন অসাংবাদিক সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা। নিহত সেনা সদস্য নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে (৫৫) বছরের বৃদ্ধা আটক সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজের নবীন বরণ অনুষ্ঠিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও বীর শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করেননি বঙ্গবন্ধু : ড.কলিমউল্লাহ খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি, ১ মার্চ মাস থেকেই কার্যকর আজ বিশ্বনাথে ছাত্রলীগের নতুন নেতৃত্বের কর্মসূচী কবি এস.পি.সেবু ভৈরবের একজন প্রথিতযশা সাংবাদিক আব্দুল হালিম

জলাবদ্ধতায় পুকুর এবং সড়ক পানিতে একাকার

  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৯৩ বার

জামাল উদ্দিন স্বপন :নাঙ্গলকোটের মাহিনী তালতলা-লক্ষিপদুয়া সড়কের বেহাল দশা, যাতায়াতে চরম দুর্ভোগ

সড়কে হাটু পানি দেখে বুঝার উপায় নেই এটি সড়ক নাকি ছোটখাটো পুকুর। বৃষ্টি হলেই জলাবদ্ধতায় সড়কটির বিভিন্নস্থানে হাঁটু পানি জমে যায়। হাঁটু পানি মাড়িয়ে যাত্রীবাহি সিএনজিচালিত অটোরিক্সা, ব্যাটারী চালিত অটোরিক্সা, মালবাহী ট্রাক, টাকটর, ছোট-বড় যানবাহন এবং পথচারীদের দুর্ভোগের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় সড়কটি পার হতে হয়। গত প্রায় বার বছর থেকে কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের মাহিনী তালতলা-লক্ষীপদুয়া সড়কের বেহাল দশায় ছয় গ্রামের প্রায় লক্ষাধিক মানুষকে সড়কটি দিয়ে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

সরেজমিনে সড়কটি ঘুরে দেখা যায়, গত প্রায় বার বছর থেকে এলজিইডির সাড়ে তিন কিলোমিটার সড়কটির বিভিন্নস্থানে কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়। সড়কটির উত্তর মাহিনী হাফেজিয়া মাদ্রাসা, লক্ষীপদুয়া বাজার ও লক্ষিপদুয়া বাজার পার হয়ে পশ্চিমপাশে মাঈন উদ্দিনের পুকুর সংলগ্ন সড়কটিতে সবচাইতে বেহাল দশা বিরাজ করছে। সড়কটিতে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় একাধিক বড়-বড় গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এলাকাবাসীকে হাঁটু পানি মাড়িতে সড়কটি পার হতে হয়। বিশেষ করে হাফেজিয়া মাদ্রাসা, লক্ষিপদুয়া বাজার এবং লক্ষিপদুয়া বাজারের পশ্চিমপাশে মাঈন উদ্দিনের মৎস্য প্রজেক্টের পুকুরের পাশে সড়কটিতে পানি উঠে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলে সড়ক এবং পুকুর পানিতে একাকার হয়ে যায়। দীর্ঘদিনেও সড়কটি সংস্কার না করায় উত্তর মাহিনী, লক্ষিপদুয়া, চারজানিয়া, মটুয়া, দৌলতপুর, খোশারপাড় ও ছুপুয়া গ্রামের প্রায় লক্ষাধিক মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটির তালতলা থেকে উত্তর মাহিনী আসার পথে তালতলা সংলগ্ন কালভার্টটি গত প্রায় এক বছর থেকে ভেঙ্গে পড়ে আছে। যাত্রীবাহী যানবাহন এবং মালবাহী যানবাহনগুলোকে ঝুঁকিপূর্ণভাবে কালভার্টটি পার হতে হয়।

লক্ষীপদুয়া গ্রামের স্থানীয় সাংবাদিক কাউছার আলম মিয়াজী বলেন, বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের সময়ে সড়কটি পাকাকরণ করা হয়। এর পর থেকে গত বার বছরেও সড়কটি সংস্কার করা হয় নাই। সড়কটির বিভিন্নস্থানে খানা-খন্দক এবং জলাবদ্ধতায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, সড়কটি সরেজমিনে পরিদর্শন করে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে শ্রীঘ্রই সড়কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হবে। ভাঙ্গা কালভার্টের বিষয়ে তিনি বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে কালভার্টটি নির্মাণের উদ্যোগ নেয়া যেতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..