আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছি- লাম তাদের জন্যও ছিল এমন নিয়ম। আর আমার নিয়মের কোন পরিবর্তন পাবেন না। সূর্য
হেলে পড়ার সময় থেকে রাতের ঘন অন্ধকার পর্যন্ত আপনি সালাত কায়েম রাখুন এবং ফজরে
কুরআন পাঠ করুন।
নিশ্চয় ফজরে কুরআন পাঠে (ফেরেশতাদের) উপস্থিতির সময়। রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা
যায় আপনার প্রভু আপনাকে মাকামে মাহমুদে
পৌঁছাবেন।
বলুন, হে আমার রাব্বি ! আমাকে দাখিল করুন
কল্যাণের সাথে এবং আমাকে বের করুন কল্যাণ
নের সাথে এবং আপনার নিকট থেকে আমাকে
সাহায্যকারী শক্তি দান করুন।
বলুন, সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে,
নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই। আমি কুরআনে এমন
বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য সু-চিকিৎসা ও রহমত স্বরূপ। আর তা জালিমদের তো ক্ষতিই
বৃদ্ধি করে।
___সূরা বনী ইসরাঈল- ১৭ (৭৭- ৮২)
Leave a Reply