নরসিংদী প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নরসিংদীর সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে এ চাউল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহবুবুল হাসান এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মেহেরপাড়া ইউপিঃ সদস্য হাজী শেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হালিম খান, মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান।
এসময় উপস্থিত ছিলেন,নরসিংদী সদরের পরিসংখ্যান আফিছার বেলায়েত হোসেন, মেহেরপাড়া ইউনিয়নের সচিব মোঃ আলতাফ হোসেন, ইউনিয়নের সকল সদস্য সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেহেরপাড়া ইউনিয়নের ৩৫০০ জন দুঃস্থ, অসহায়, দুর্যোক্রান্ত ও হতদরিদ্র পরিবারের প্রত্যেকের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ করেন প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।
Leave a Reply