মিজানুর রহমান, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান বলেছেন, আসুন আমরা সবাই মিলে সমাজ থেকে মাদক উৎখাত করি।আপনারা পুলিশকে তথ্য দিন, তথ্যের আলোকে সমাজ থেকে মদ, জুয়া, বাল্যবিবাহ নির্মুল করা হবে। আপনাদের ছেলে মেয়েদের বাল্যবিবাহ দিবেন না। স্কুল পড়ুয়া মেয়েকে কেউ স্কুলে যেতে বাধা দিলে তাদের আইনের আওতায় আনা হবে। ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে সু-শিক্ষায় শিক্ষিত করুন।
আজ রোববার উপজেলার শিবগঞ্জ সদর ইউনিয়নে বিট পুলিশিং এর মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলি বলেন। ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক শাহিনুর ইসলামের সঞ্চালনায় শিবগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) হরিদাস মন্ডল, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি আবু জাফর, আওয়ামীলীগ নেতা মোখলেছার রহমান মুন্নু, জাপা নেতা সাজেদুর রহমান কালু, ইউপি সদস্য চুন্নু মিয়া, দুলা, শিক্ষক ছামছউদ্দিন (টিপু) প্রমুখ।
Leave a Reply