আরমান হোসেন, আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ০৮ নং চাতুরী ইউনিয়নের কালা বিবির দিঘী মোড় এলাকার পাকা সড়কের পাশ থেকে নুরুল হোসাইন (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ হাজার পিচ ইয়াবাসহ আটক করেছে উপজেলা পুলিশ।
সোমবার ২৭ জুলাই সন্ধ্যা ৭ ঘটিকায় গোপণ সংবাদের ভিত্তিতে আনোয়ারা থানার এসআই আবুল ফারেজ জুয়েল এবং এসআই খায়রুজ্জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কালা বিবির দিঘী মোড়ের সড়কের উপর থেকে ইয়াবা কারবারি নুরুল হোসাইনের দেহ তল্লাশি করে ১ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে।
আটককৃত ইয়াবা ব্যবসায়ি চট্টগ্রামের বাঁশখালি উপজেলার চাঁপাছড়ি গ্রামের আম্বিয়ার বাপের বাড়ির
পেচু মিয়ার ছেলে।
আনোয়ারা থানার এসআই রেজাউল করিম মামুন জানান,কালা বিবির দিঘী মোড়ে ইয়াবা কারবারির খবর পেয়ে থানার একটি টিম ১হাজার পিচ ইয়াবাসহ একজনকে আটক করতে সক্ষম হয়।এই ব্যাপারে
মাদক আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply