জলিল, যশোর থেকে : যশোরের সীমান্ত এলাকা হতে মালিকবিহীন ৫৭০ বোতল ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজা উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহল দল।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ অভিযান অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় আন্দুলিয়া বিওপিতে কর্মরত সুবেদার শ্রী হারাধন চন্দ্র মজুমদার এর নেতৃত্বে মেইন পিলার ৪৪ এর ১ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেনাপোলের দৌলতপুর মাঠ এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অজ্ঞাত ০৩-০৪ জন চোরাকারবারী বস্তাসহ ভারত হতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি টহল দল তাদেরকে ধাওয়া করলে চোরাচারবারীরা বস্তাগুলো ফেলে ভারতের দিকে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে বিজিবি টহল দল বস্তাগুলো তল্লাশী করে ৫৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩,১২,০০০/- তিন লক্ষ বার হাজার টাকা মাত্র ।
Leave a Reply