।
আঃজলিলঃ
মন্তব্য প্রতিবেদন.l
আপনারা হয়তো ছবি দুটি অনেকেই নিশ্চয়ই চিনছেন ! দুজনেই দেশের সেরা ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ ও মতিঝিল আইডিয়ালের ছাত্রী, বাংলাদেশের নাম করা স্বনাম ধন্য বিদ্যাপিটের মেধাবী সন্তান। সাবেক সচিব ও পুলিশ কর্মকর্তার মেয়ে। কিন্তু মাদকাসক্ত, চরিত্রহীন, খুনী ( ঐশী ) ও বেহায়াপনা, অশ্লীলতায় ভরপুর প্রতারক ( সাবরিনা ) রয়েছে পুলিশের হেফাজতে অর্থাৎ জেলে !
দু জনই- ও বাংলাদেশের নাম করা স্বনাম ধন্য বিদ্যাপিটের মেধাবী ছাত্র ওসভ্রান্ত পরিবারের সন্তানএবংআধুনিক শিক্ষায় শিক্ষিত । অ তে – অযু করি, ন তে নামাজ পড়ি বর্ণমালা পড়ার সুযোগ পায়নি। বরং শিখেছে খ তে – খাও দাও স্ফুর্তি কর, দ-তে দুনিয়াটা মস্ত বড়।আগামীকাল বাচবে কিনা বলতে পারো। আর এই ভবিষ্যতের ভাবনা ভেবেই কাজ করাটাই গ্যানির কাজ। কিন্তু না সেটা হয়েছে তাহার হিতে বিপরীত।
সেকুলার ও আধুনিক শিক্ষায় শুধু নয় আদর্শিক ও পারিবারিক সুশিক্ষায় সন্তানের উজ্জল ভবিষ্যৎ গড়ি । নইলে পিতামাতার জীবন, দেশ ও জাতি থাকবে হুমকিতে এবং তারাও থাকবে – অস্তিত্বের এক ঘনোঘটা মেঘের আচ্ছিন্ন সংকটের মধ্যে ।
তাই আমি আমার ব্যাক্তিগত অভিমত বা পূর্বের একটি স্ট্যাটাসের উপলদ্ধির দ্বারা লক্ষ্য করলে দেখতে পাই বা অনেকের কাছ থেকে বলতে শুনেছি বা অনেকে বলেছে যে,সু-শিক্ষিত আদর্শ সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ । সন্তানের জন্য সম্পদ জমা না করে, সন্তান কেই সম্পদ বানিয়ে যাও । আলহামদুলিল্লাহ ইহকাল ও পরকাল দু’দিক দিয়েই আপনি লাভবান হবেন ।
তা-না হলে দেখতেই তো পারলেন, ঐশী পুলিশ কর্মকর্তার মেয়ে ও সাবরিনা সাবেক সচিবের মেয়ে, নিজে বিসিএস ক্যাডার ও ডাক্তার কিন্তু শেষ পরিণতি কি হলো ?? ধর্মহীন ও উচ্ছৃঙ্খল এমনই হয় । ধার্মিকতা মানুষকে উন্নত করে ।
ইয়া আল্লাহ, সবাইকে সঠিক বুঝ, জ্ঞান ও হেদায়েত দান করুক । দেশে-বিদেশে আমাদের সকল মুমিন ভাই ও বোনদের দ্বীনের পথে থাকার তাওফিক দান করুক । আমরা ও আমাদের ছেলে-মেয়েদের জন্য যেনো কাল কিয়ামতের কঠিন দিন মছিবতের সময় যেন জবাবদিহিতার যেন না হই, সেই ঈমানী শক্তি টুকু আমাদের মধ্যে বৃদ্ধি দান করুন আমিন ।
Leave a Reply