মিন্টু মিয়া,নান্দাইল(ময়মনসিংহ)
ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি গ্রামে সাবিনা ইয়াসমিন(২৫)নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাবিনা ইয়াসমিন খায়রুল মিয়ার স্ত্রী । খায়রুল ইসলাম পেশায় একজন অটোচালক। তাদের সংসারে ছোট দুটি মেয়ে সন্তান রয়েছে।
জানাযায় : বুধবার(২৯জুলাই) সকালে খায়রুল মিয়া প্রতিদিনের মত অটো নিয়ে বের হয়ে যায়। দুপুরে খায়রুল মিয়ার স্ত্রী নিজ গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখে তার বাচ্চারা। বাচ্চাদের কান্না শুনে আশে পাশের লোকজন এগিয়ে এলে ঘরে সাবিনা ইয়াসমিনকে গলায় ফাঁস অবস্থায় ঝুলে থাকতে দেখে। পরে বিকাল ৪টার দিকে নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি)মুনসুর আহম্মেদ সত্যতা নিশ্চিত করে জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য কিশোরগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে বুঝা যাচ্ছে এটি আত্নহত্যা। তবে এখন পর্যন্ত কেউ থানিয় এসে অভিযোগ দায়ের করেনি।
Leave a Reply