সুজিত কুমার চক্রবর্তী, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ জেলার নাসিরনগর উপজেলায় পানিবন্দি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।
নাসিরনগর উপজেলায় টানা বৃষ্টিপাত ও উজানের নেমে আসা পানিতে নিম্ন এলাকা প্লাবিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পানিবন্দি হয়ে যায় শত শত পরিবার।
২৮ জুলাই মঙ্গলবার সদর ইউনিয়নে ফুলপুর এলাকায় ৩ টি পরিবার পানিবন্দি হয়ে রাস্তা পাশে আশ্রয় নেয়া হলে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী সংবাদ পাওয়া মাত্রই রাতে খাদ্য সামগ্রী নিয়ে আশ্রয় নেয়া পানিবন্দি পরিবারের মাঝে বিতরণ করেন। উল্লেখ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী উপজেলার ১৩ টি ইউনিয়নে পানিবন্দি ও আশ্রয় নেয়া পরিবার দের প্রতি দিনই খোঁজখবর নিচ্ছেন এবং খাদ্য সামগ্রী বিতরণসহ বাড়ি বাড়ি শুকনো খাদ্য পৌচ্ছে দিচ্ছেন।
Leave a Reply