আরিয়ান হোসাইন ইমরান
শেরপুর প্রতিনিধি
শেরপুর: গত ২৪ ঘণ্টায় শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি অ্যাডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসীসহ ৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
শেরপুর জেলা সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, আক্রান্ত ওই ৯ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে মঙ্গলবার রাতে শেরপুর জেলার ৫৬টি নমুনা পরীক্ষায় ওই ৯ জনের ‘কোভিড-১৯ পজিটিভ’ ধরা পড়ে।
বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, এ আক্রান্ত আইনজীবীসহ ৯ জনকে নিয়ে জেলায় ৩০৮ জন করোনা আক্রান্ত হলেন। সুস্থ হয়েছেন ২৭৯ জন এবং মারা গেছেন চারজন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, জেলায় মোট নমুনা পরীক্ষার ৭ শতাংশ আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৯১ শতাংশ। জেলায় এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে চার হাজার ৪৫৭ জনের। প্রতিবেদন পাওয়া গেছে চার হাজার ৩০৯ জনের।
ময়মনসিংহ পিসিআর ল্যাবে এখনও জমা পড়ে আছে ১৪৮টি নমুনা।
Leave a Reply