আরমান হোসেন, আনোয়ারা প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ৭ শত পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আনোয়ারা থানা পুলিশ।
গতকাল (২৯ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তৈলারদ্বীপ গ্রামের অছিয়র রহমান সওদাগরের বাড়ীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন একই এলাকার বাসিন্দা আবদুল জলিলের পুত্র নুরুল কবির (৪৫), মালঘর গ্রামের বাসিন্দা মৃত নুরুল আলমের পুত্র আলমগীর আলম(২৮),খোকন গুপ্তের পুত্র নয়ন গুপ্ত (২৭) ও বারখাইন গ্রামের বাসিন্দা মৃত মো. শরীফের পুত্র মো. ছৈয়দ (৩৬)
উপজেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে,
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply