মিজানুর রহমান
, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার তথা উত্তরবঙ্গের বিখ্যাত গরু ছাগলের হাট ঐতিহসিক মহাস্থান হাটে শেষ মহূর্তে জমে উঠেছে কুরবানীর কেনা-বেচা। আজ বুধবার মহাস্থান হাটে সরেজমিনে গিয়ে দেখা যায় ক্রেতা বিক্রেতার উপচে পড়া ভীড়। হাটে তিল ধারনের জায়গা নেই। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ক্রেতা বিক্রেতারা গরু, ছাগল নিয়ে হাটে আসতে শুরু করে। দুপুর থেকে শুরু হয় জমজমাট কেনা বেচা। ইতিপূর্বে বিভিন্ন হাটে ক্রেতা বিক্রেতার মাঝে দর কষাকষির চিত্র থাকলেও আজকে তা ভিন্ন চিত্র। ক্রেতা বিক্রেতারা আলাপ আলোচনার মাধ্যমে ক্রয় বিক্রয় করছেন। ক্রেতারা সাধ্যের মধ্যে পছন্দমত গরু ছাগল কিনে বাড়ি ফিরছেন।
হাটে একাধিক ক্রেতা বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, হাটে ব্যাপক গরু ছাগল আমদানি হয়েছে। পছন্দ মত কুরবানী কিনতে পেরে তারা খুশি। হাটে এত পরিমান গরু ছাগল আমদানি হয়েছে যে হাটে জায়গা না হওয়ায়, শিবগঞ্জ রোড, মহাস্থান কলেজের পিছনে এবং মহাস্থান ডাকবাংলো পর্যন্ত গরু ছাগল বিক্রয়ের জন্য রাখা হয়।হাটের চারপাশ ঘুরে শান্তিপূর্ণ পরিবেশ লক্ষ করা যায়। কোথাও কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। পুলিশের পক্ষথেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন স্থাপন করা হয়েছে। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া সাদা পোশাকে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। হাট পরিচালনা কমিটির পক্ষথেকে জানানো হয় নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করার জন্য হাটের প্রবেশদারে বেসিন সাবান রেখে হাত ধোওয়ার ব্যবস্থা করা হয়েছে। জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। স্বাস্থ্যবিধি মানার জন্য মাইকিং করা হচ্ছে। প্রাণী সম্পদ ও হাট কমিটির পক্ষথেকে মেডিকেল টিম রাখা হয়েছে। ক্রেতা বিক্রেতার বাড়তি নিরাপত্তার জন্য ৮ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ফলে ক্রেতা-বিক্রেতারা হাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
Leave a Reply