আরিফুজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভির আরাফাত এর নির্দেশনায় মিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে ১৪৭ বোতল ফেনসিডিল ও ৭০০গ্রাম গাঁজা উদ্ধার ও তিনজনকে আটক করা হয়েছে ।
বৃহস্পতিবার ভোর ৫ টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কে মিরপুর উপজেলার বলিদাপাড়া পলিটেকনিক্যাল স্কুলের সামনে এস আই প্রশান্ত কুমার সাহা নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে পাজেড়ো (ঢাকা মেট্রো-ঘ-১৩-৬৭৯৩ ) গাড়িতে বহনকারী দুজনকে ১৪৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে । আটককৃতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া আলফাজ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ১৮ নং ওয়ার্ড এলাকা রুবেল(৩৫)
এস আই প্রশান্ত কুমার সাহার নেতৃত্বে এ এস আই মেহেদী হাসান, এ এস আই গোলাম কাউসার,এ এস আই আবু তাহের, কনস্টেবল জসিম,সাইদ,জুয়েলসহ স্বর্গীয় ফোর্স অভিযান চালিয়ে সফল হন |
অন্যদিকে সকাল ১০ টায় উপজেলার ধুবিল ইউনিয়নের ধুবড়ি স্কুল পাড়ায় অভিযান চালিয়ে ৭০০ গ্রাম গাঁজা ও CDI 100CC মোটরসাইকেল সহ মেহেদী হাসানকে (২৮) আটক করে। সে সদর উপজেলার জুগিয়া পালপাড়া কামাল হোসেনের ছেলে। এ সময় আটক মেহেদির সহযোগী উপজেলার মোল্লাতেঘরিয়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে রুহান(৩২) পালিয়ে যায়।
এ ব্যাপারে উভয় ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
Leave a Reply