সাজিদ হাসান সোহাগ.
ঈদুল আযহা উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) থেকে রোববার (২ আগস্ট) পর্যন্ত তিনদিন চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দর দিয়ে আমদান-রপ্তানি বন্ধ থাকবে।
বুধবার বিকালে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী শুক্র, শনি ও রোববার তিনদিন দর্শনা রেলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা কোনো পণ্য বাংলাদেশে প্রবেশ করবে না।
এছাড়াও ঈদুল আযহা উপলক্ষে দর্শনা বন্দর এলাকায় বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ ছুটির আওতায় থাকবে। তবে আমদানি করা মালামাল দর্শনা বন্দরে বা দেশের অন্যান্য স্থানে পৌঁছে দিয়ে ভারতীয় খালি বগি যে কোনো সময় দর্শনা বন্দর দিয়ে ফিরে যেতে পারবেন বলে তিনি জানান।
ঈদুল আযহার পর দর্শনা বন্দর দিয়ে যথারীতি আমদানি কার্যক্রম চালু থাকবে বলেও জানান সংশ্লিষ্ট এই কর্মকর্তা।
Leave a Reply