মোঃ আব্দুল হান্নান,
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া), ৩০জুলাই ২০২০ রোজ বৃহস্পতিবার বেলা ১২ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়ংকর প্রলয়ংকরী ঢেউয়ে ক্ষতিগ্রস্থ ২৩টি পরিবারের মাঝে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সহযোগিতায় ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের দপ্তর থেকে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিশ্বজিৎ দাস,এশিয়ান টেলিভিশন ও দৈনিক আমার সংবাদ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ হান্নান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার প্রতিনিধি স্বপন দাস সহ আরো অনেকেই। উল্লেখ্য যে, ২৭ জুলাই ২০২০ তারিখ বেলা অনুমান ২ ঘটিকার সময় নাসিরনগর উপজেলার উপর দিয়ে ভয়ংকর প্রলয়ংকরী জলোচ্ছাসে বুড়িশ্বর ইউনিয়নের প্রায় ৩০টি পরিবার সহ নাসিরনগর সদর, ভলাকুট, গোয়ালনগর চাতলপাড় ও বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে অনেক পরিবার নিঃস্ব ও অসহায় হয়ে পড়ে। কোন কোন পরিবারে পড়নের কাপড় ছাড়া আর কিছুই নেই। বর্তমানে এ সমস্ত পরিবারের লোকজন মানবেতর জীবন যাপন করছে। এরূপ ক্ষতিগ্রস্থ ২৩ পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
Leave a Reply