রবিউল ইসলাম
শেরপুর নালিতাবাড়ী প্রতিনিধি
শেরপুর সদর উপজেলার তাতালপুর গ্রামের রিক্সা চালক আনছার আলী তিনদিন নিখোঁজের পর আজ ২৯ জুলাই তার লাশ মিলল বিলের পানিতে।
শেরপুর সদর থানার তাতালপুর গ্রামের রিক্সা চালক আনছার আলী তিন দিন নিখোঁজ থাকার পর, আজ ২৯ জুলাই শ্রীবর্দীর বিলের পানি থেকে রিক্সাচালকের মৃত দেহ উদ্ধার করেছে শ্রীবরদী থানা পুলিশ। ২৯ জুলাই বিকালে উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের বিলের পানি থেকে ঐ রিক্সা চালকের মৃত দেহ উদ্ধার করা হয়। নিহত রিক্সা চালক শেরপুর সদর থানার তাতালপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে আনছর আলী (৫০)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার বিকালে আনছর আলী রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। ২৯ জুলাই বিকালে শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের শৈলের বিলের পানিতে আনছর আলীর লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে শ্রীবরদী থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীবরদী থানার ওসি(তদন্ত) বন্দে আলী জানান, বিলের পানি থেকে রিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
Leave a Reply