মাসুদ রানা রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
যারা মাদক ব্যাবসা করে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে তাদের সকল
সম্পদ বাজেয়াপ্ত করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন কুড়িগ্রাম
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)। পুলিশ সুপার বলেন,
মাদক কারবারি ও পৃষ্টপোষক কাউকে ছাড় দেওয়া হবনা। কোন পুলিশ
সদস্য যদি মাদক কারবারে জড়িত থাকে তাহলে তাকে চাকরীচ্যুত
করা হবে। বুধবার বিকেলে রৌমারী উপজেলার বানভাসিদের মাঝে
ত্রাণ বিতরণ কালে এসব কথা বলেন কুড়িগ্রাম পুলিশ সুপার।
এসময় উপস্থিত ছিলেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ
আব্দুল্লাহ, সহকারি পুলিশ সুপার (রৌমারী সার্কেল) এমএইচ
মাহফুজার রহমান ও রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ আবু মো.
দিলওয়ার হাসান ইনাম।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এর পক্ষে উপজেলার চারটি
ইউনিয়ন রৌমারী সদর, যাদুরচর, দাঁতভাঙ্গা ও শৌলমারীতে
বানভাসি তিনথশ পরিবারের মাঝে কড়িগ্রাম পুলিশ সুপার এই
ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো, চাল,
ডাল, চিড়া, চিনি ও মুড়ি।
বুধবার ২৯ জুলাই সকাল ১০টায় দাঁতভাঙ্গা ইউনিয়ন থেকে শুরু
করে বিকেল পাঁচটায় যাদুর ইউনিয়ন থেকে এই ত্রাণ বিতরণ
কর্মসূচি শেষ করেন।
Leave a Reply