নারায়ণগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ মমতা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মাঈনুর রহমান সাব্বির ও পরিচালক তানভীর হাসান জয়।
শুভেচ্ছা বার্তায় মমতা চক্ষু হাসপাতালের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে সারা বিশ্বে যে করোনা ভাইরাসের সংক্রমণ তার থেকে নারায়ণগঞ্জবাসীও মুক্ত নয়। আসুন আমরা এই ঈদে একে অপরের জন্য রাব্বুল আলামীনের কাছে ফরিয়াদ করি যেন আমরা এই মহামারী থেকে দ্রুত মুক্তিলাভ করতে পারি। বিশ্বস্বাস্থ্যের নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখতে সহায়তা করুন, সামাজিক দুরত্ব বজায় রাখুন। আমি আপনাদের পাশে আছি ইনশাহআল্লাহ।
মমতা চক্ষু হাসপাতালের পরিচালক তানভীর হাসান বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ পড়ার পাশাপাশি সকলের উচিৎ এই সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ্র দরবারে প্রার্থনা করা। আর এ প্রত্যাশায় সকলকে জানাই পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
Leave a Reply