জহিরুল ইসলাম,ময়মনসিংহ ফুলবাড়ীয়াঃ
বুধবার রাতে ময়মনসিংহের ফুলবাড়ীয়া বাজার মেইনরোড মেসার্স আজিজ অয়েল মিলে র্যাব-১৪ অভিযান চালিয়ে টিসিবির ৯৬ বস্তা চিনি, ৪২ বস্তা ডাল ও ২১১৬২ লিটার সয়াবিন তৈল উদ্ধারসহ অবৈধ মজুদদার ১ জনকে আটক করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। এসময় অবৈধ মজুদদার টিসিবির ডিলার সাইদুল ইসলামকে গ্রেফতার করেছে। তাঁর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে র্যাব মামলা করেছেন।
Leave a Reply