তারাগঞ্জ প্রতিনিধি, রংপুর (তরণী কান্ত সুমন) : গ্রামীণজনপদ গ্রামের প্রত্যকটি মানুষের জীবনে একটি প্রধান বিষয়। অার সেটা হউক বড় কিংবা ছোট রাস্তা। গ্রামের রাস্তাটা থাকুক পরিপাটিযুক্ত প্রত্যেকটি মানুষ সেই অাশা করে । যেখানে থাকবে বর্ষা এলে পানি নিষ্কাশনের জন্য ক্যানেল এর ব্যবস্থা। রাস্তায় থাকবে না জলাবদ্ধতা অার কাদা ভরাট গর্ত। মানুষেরর চলার পথে থাকবে না কোন প্রতিবন্ধকতা। মানুষরা ছুটবে কর্মজীবনে মনের খুশিতে। এর ব্যতিক্রম রুপে চোখে পড়েছে তারাগঞ্জ উপজেলা সয়ার ইউনিয়ন পূর্ব কাংলাচড়া গ্রামের মানুষের রাস্তার দূর্ভোগ চিত্রটি। নেই কোন রাস্তার মাটি ভরাট ব্যবস্থা নেই কোন বর্ষা এলে পানি নিষ্কাশন ক্যানেল এর ব্যবস্থা। ফলে কাঁদা অার পানি মিশে রাস্তা হয়েছে মানুষের চলাচল অনুপযুক্ত।
ভাড়ি পরিবহণ, ভ্যানগাড়ি, মোটর বাইক এমন কি সাইকেল চলাচল তো দুরের কথা সাধারন মানুষদের সেই রাস্তা দিয়ে চলাচলে কষ্ট হয়ে দাড়িয়েছে। ফলে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে নানারকম সমস্যার দূর্ভোগে পোহাতে হচ্ছে এলাকাবাসিদের। অথচ, এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রী বিদ্যালয়ে এবং এলাকাবাসি জন সাধারনরা দিনের পর দিন জীবন নির্বাহে ছুটে চলছে কর্মসংস্থান এবং হাট-বাজারে।
এলাকাবাসিরা বলেন,”ভোট এলে সবার দেখা মেলে অার দূর্ভোগের সময় কেউ পাশে নেই”। তাই এই রাস্তাটি চলাচল উপযোগী করতে পূর্ণ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং দূর্ভোগ থেকে বাঁচাতে সয়ার ইউপি চেয়ারম্যান এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসিরা।
Leave a Reply