এস.এম অলিউল্লাহ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঈদ-উল আযহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর টু রসুলপুর রাস্তায় পর্যটকদের উপচে পড়া ভিড়, বাদ্যযন্ত্রের বাজনা’র শব্দে অতিষ্ঠ এলাকাবাসী। তাছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে পর্যটকদের মাঝে নেই কোনো সচেতনতা, মাস্কও ব্যবহার করছে না কেউ। সরেজমিনে দেখা যায়, ঈদ উপলক্ষে ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নৌকাযোগে মাইক্রোবাস সিএনজি টমটমগাড়ি করে এসে পর্যটকেরা ভিড় জমিয়েছেন উপজেলার রসুলপুরের এই রাস্তায়। ঈদের পরথেকে প্রচুর পর্যটকদের আনাগোনা দেখা দিয়েছে পর্যটন এই যায়গায় । পর্যটক নিয়ে কয়েকশো নৌকা প্রাইভেট কার মটরসাইকেল সিএনজি টমটমগাড়ি ভিড় করেছ রাস্তায় । প্রত্যেকটি নৌকাতে রয়েছে উচ্চতর শব্দের বাদ্যযন্ত্র, উচ্চ শব্দে গান-বাজনা বাজানো হচ্ছে, হচ্ছে শব্দ দূষণ এতে অতিষ্ঠ এলাকাবাসী। এমনকি মুসল্লিরা নামাজও আদায় করতে পারছে শব্দ দূষণের কারণে। আর শারীরিক দূরত্ব একেবারে নাই বললেই চলে। জটলা বেধে চলছে সবাই, স্বাস্থ্যবিধিও কেউ মানছে না, রয়েছে করোনা বিস্তারের আশংকা। ঝুঁকিতে রয়েছে পুরো উপজেলাবাসী সহ ব্রাহ্মণবাড়িয়া সদর।
Leave a Reply