মাসুদ রানা, রৌমারী : কুড়িগ্রামের রৌমারীতে অতিদরিদ্র ৩০০টি পরিবারের মাঝে ত্রাণ ও মাস্ক বিতরণ করা হয়েছে। গতকাল (সোমবার) সকাল ১১টার দিকে রৌমারীর মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে এ ত্রাণ বিতরন করা হয়েছে। কোরিয়ার অর্থায়নে হোপ বাংলাদেশ ও সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে) বাস্তবায়নে উপজেলা ৬টি ইউনিয়নের ৩০০টি বানভাসি অতিদরিদ্র পরিবারের মাঝে ১৫ কেজি চাউল,২কেজি ডাল, ১লিটার তৈল, ১ কেজি লবন ও ১টি মাস্ক বিতরণ করা হয়।
উপকারভোগী জয়ন্তিরানী বলনে, দফায় দফায় বন্যা হওয়ায় আমাদের কাজকর্ম নাই। এ জন্য মাঝে মাঝে উপোসও থাকতে হয়েছে। আজ এই রিলিফের মাল পেয়ে খুবই ভালো লাগছে। বাচ্চাদের মুখে কয়দিনের জন্য হলেও খাবার দিতে পারবো। ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন (সিএসডিকে) এনজিওর নিবার্হী পরিচালক মো. আবু হানিফ, বিপিএম রৌমারী কমিটির সভাপতি আনিছুর রহমান ছক্কু, ক্যাশিয়ার শাহাদত হোসেন, সাংবাদিক আমির হোসেন,শফিকুল ইসলাম,মাসুদ রানা প্রমূখ।
Leave a Reply