।
মোঃ মোস্তাকিম
ত্রিশাল প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা ত্রিশাল উপজেলায় কুরবানির পশু কিনে ঈদ করা হলো না এক কন্যা সন্তানের জনক রফিকুল রবি (৩১) এর। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটী মধ্যপাড়া গ্রামে।
জানা যায়, ঈদের দিন সকাল সাড়ে সাতটার দিকে ঈদের নামাজের জন্য গোসল করতে যায় নিহত রবির বড় ভাই আব্দুর রহিম। এসময় তার সাথে ঝগড়া বাধে পাশের ঘরের মোস্তফা কামাল ও সোলায়মানের সঙ্গে।
মামলার বিবরণে জানা গেলো নিহত রবির সাথে মোস্তফা কামাল ও সোলাইমানদের মাঝে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে তাদের মাঝে। ঈদের দিন সকালে নিহত রবির বিরুদ্ধে অভিযোগ ওঠে মোস্তফা কামাল ও সোলায়মান দের ঘরে রবি উঁকি মারেন।
এই উঁকি মারাকে কেন্দ্র করে তাদের মাঝে ঝগড়া বাধে। ঝগড়ার এক পর্যায়ে খাগাটী মধ্যপাড়া এলাকার মৃত ছয়েব আলীর ছেলের মোস্তফা কামাল ও তার ভাই সোলাইমান নিশংস ভাবে দা দিয়ে কুপিয়ে আহত করে রবিকে।
আহতবস্থায় তাকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল জরুরি বিভাগ রবির অবস্থা আশংকাজনকভেবে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে দেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রবির রক্তক্ষরণ বন্ধ না হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে জয়দেবপুর এলাকায় তিনি মারা যায়।
এ ব্যাপারে নিহতের বড় ভাই আব্দুর রহিম ত্রিশাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এই ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, আসামিদের গ্রেফতার করার জন্য পুলিশ জোর তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।
Leave a Reply