এম আর ওয়াসিম, ভৈরব(কিশোরগঞ্জ)
প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ভৈরবে মোটরসাইকেল দূর্ঘনায় শাফি উদ্দিন (৬০) নামে এক পথচারী মৃত্যু বরণ করেছে। নিহতের বাড়ি কালিকাপ্রসাদ ইউনিয়নের চক বাজারে বলে জানা যায়। আজ দুপুরে ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের কালিকাপ্রসাদে চেয়ারম্যানের বাংলোর সামনে এই দূর্ঘনাটি ঘটে।
পরিবার ও এলাকাসূত্রে জানা যায়, আজ ৪ আগস্ট মঙ্গলবার দুপুরে শাফি উদ্দিন তার নাতিকে খুঁজতে যায় সড়কের অপর পাশে। পরে নাতিকে না পেয়ে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল এসে সজোড়ে ধাক্কা মারলে তিনি আঘাত প্রাপ্ত হয়ে রাস্তায় পড়ে যান। এসময় উনার একটি পা ভেঙ্গে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় স্বজনরা উনাকে বাজিতপুরের ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার উনাকে মৃত ঘোষনা করে। এলাকা সূত্রে আরো জানা যায় যে, দূর্ঘনার সময় চালক ও আরোহী মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়ে ভাগলপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় লোকজন।
এবিষয়ে ভৈরব হাইওয়ে থানার ওসি জনাব মামুনুর রহমান বলেন, মোটরসাইকেল দূর্ঘনায় নিহত শাফি উদ্দিন কে সুরতহাল করে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে। মোটরসাইকেলটি আমাদের থানা হেফাজতে আনা হয়েছে। চালক ও আরোহীর পরিচয় এখনো সনাক্ত করতে পারিনি। এবিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানন তিনি।
Leave a Reply