” সংবাদদাতা
” আন্তর্জাতিক সাহায্য সংস্হা কাতার চ্যারেটি বাংলাদেশের অর্থায়নে ও নভেল অর্গানাইজেশন ফর রুরাল রিফর্মস( এনওআরআর) এর সার্বিক তত্বাবদানে প্রতি বারের ন্যায় এবারও ঈদের পরদিন দুপুরে ভৈরবের চন্ডিবের দক্ষিনপাড়ায় অবস্হিত হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবার ও জোবায়দা ওয়াজির শিশু সদনের (এতিমখানা) ১৩০০শত এতিম ও বিধবা মাতাদের মাঝে প্রত্যেককে ২কেজি(দুই কেজি) কোরবানির মাংস বিতরণ করা হয়। ঊক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্হিত ছিলেন কাতার চ্যারেটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডাঃ আমিন হাফিজ উমর,। হাজী আসমত আলী এতিম বালিকা শিশু পরিবারের প্রধান সমন্বয়কারি মাহিন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা সাইদুর রহমান বাবলু, প্রজেক্ট ম্যানেজার ইউসুফ আহমেদ গালিব,হিসাব রক্ষক মুজিবুর রহমান,সহঃপ্রধান শিক্ষক একেএম কামরুজ্জামান খান,তুষার আহমেদ,ইকরাম বখস্, আল-আমিন, লিমন ও অফিস সহকারি মোঃ আনোয়ারুল হক।
Leave a Reply