বিনোদন প্রতিবেদকঃ
পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো গানটির মাধ্যমে বিখ্যাত হওয়া সাবরিনা সাবা এবার হাজির হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে প্রকাশ পাওয়া তার ৫ম গান ”কারে খুঁজিস নিয়ে”।
সাবরিনা সাবার নিজের কথা এবং সুরের পাশাপাশি গানটিতে তিনি নিজেই কন্ঠ দিয়েছেন।
প্রসঙ্গত ইতোমধ্যে তিনি একক অ্যালবামের পাশপাশি বেশ কিছু মিক্সড অ্যালবামে গান করেছেন।
এরপর থেকে ধারাবাহিকভাবে এককগান প্রকাশ করে আসছেন সাবা। গাওয়ার পাশাপাশি কথা-সুরও করেন। এরই মধ্যে তার কথা-সুর ও কণ্ঠে চারটি গান প্রকাশ পেয়েছে।এবার প্রকাশ পেলো পঞ্চম গান।
গানটির সংগীতায়োজন করেছেন অনিক সাহান। নির্মিত হয়েছে গানটির ভিডিও। এইচআর প্রোডাকশন’র ব্যানারে এটি নির্মাণ করেছেন রেজা মাহমুদ । ভিডিওতেও রয়েছে সাবার উপস্থিতি। সঙ্গে রয়েছেন শেখ সাকিব ও মুন্নী।
নতুন এ গান প্রসঙ্গে সাবা বলেন, ‘ভালোলাগা থেকে টুকটাক লিখি। লেখার সময় ভেতরে ভেতরে একটা সুর কাজ করে। সেই সুরটা যখন ভালো লেগে যায়, তখন নিজের সুরটাকেই চূড়ান্ত করে গাওয়ার সিদ্ধান্ত নিই। এটি তেমনই একটি গান। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।