ভৈরব সংবাদদাতাঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামের কৈরাইল এলাকা থেকে সাড়ে ২২ কেজি গাঁজা’সহ ১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।
আটককৃত মহিলা মাদক কারবারি
মোছা. হাজেরা বেগম অষ্টগ্রাম উপজেলার কৈরাইল গ্রামের মো.শহিদ মিয়ার স্ত্রী।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল মো.শহিদ মিয়ার গ্রামের বাড়িতে র্যাব অভিযান চালিয়ে মোছা.হাজেরা বেগমকে
সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ আটক করা হয়।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের উপ-পরিচালক চন্দন দেবনাতের নেতৃত্বে মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে অষ্টগ্রাম উপজেলার কৈরাইল মো.শহিদ মিয়ার গ্রামের বাড়িতে র্যাব অভিযান চালিয়ে মোছা.হাজেরা বেগমকে সাড়ে ২২ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকাসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অষ্টগ্রাম থানায় মামলা প্রক্রিয়াধীন।
Leave a Reply