আঃজলিল : তাপদাহ থেকে মুক্তি দিয়ে অবশেষে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নামলো স্বস্তির বৃষ্টি। খরতাপে দগ্ধ নগর জীবনে শ্রবণের বৃষ্টিতে স্বস্তি মিলেছে শহর ও গ্রামে।
রবিবার সন্ধ্যার পর বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ভিজিয়ে গেল গোটা দেশ দেশটাকে। দীর্ঘদিন তাপদাহ থাকার পর সোমবার সন্ধ্যার এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই মেতে ওঠেন মানুষেরা।
তবে আজ ভোর থেকে বজ্রপাতসহ বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টি এখনো চলছে। এই বৃষ্টির ফলে গ্রামের কৃষি জমিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে বিপাকে আমন ধান চাষীরা।
সদ্য রোপণ করা হয়েছে আমন ধান। সপ্তাহ আগে রোপণ করেছেন এসব ধান। কিন্তু বৃষ্টির কারনে পানিতে তলিয়ে গেছে এসব ধান। করোনা কালে কৃষক তার শেষ সম্বল দিয়ে এই ধান রোপণ করেছেন। কিন্তু বৃষ্টির পানি কৃষকের কান্না হয়ে দাঁড়িয়েছে।
Leave a Reply