জলিল,শার্শা থেকেঃ
যশোরের শার্শার গোগা গ্রাম থেকে জুয়া খেলার সময় ৭জুয়াড়ি কে আটক করেছে বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ। বুধবার ভোরে গোগা বাগান পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাস,নগত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলো ইসরাফিল(৩০)পিতা ইবাদুল ,শফিকুল ইসলাম (৩৮)পিতা জিন্নাত,ফজের আলী(৪৫), পিতাঃ ছাবুর মোড়ল, শাহাজান (৪৩)পিতা শের আলী, ইব্রাহিম (৩৫)পিতা ইবাদুল উভয় শার্শা থানার গোগা গ্রামের বাসিন্দা।অপর দুজন হলো কালিয়ানি গ্রামের জয়নালের ছেলে আলিয়ার রহমান (৪৫)ও একই গ্রামের কামালের ছেলে সোহাগ (৪০)।
বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোগা বাগান পাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদে বাগআঁচড়া ফাঁড়ি একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়।এ সময় তাস, নগত টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে ।
প্রেরক
জলিল
তারিখ ০৫/০৮/২০২০
মোবাইলনং০১৭১৮৬১১৫৬৮
Leave a Reply