মৌলভীবাজার জেলার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক সাংসদ,সাবেক যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ, স্বাধীনতা পদকে ভূষিত, জাতীয় নেতা বীর মুক্তিযোদ্বা আলহাজ্ব আজিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। উনার রোগ মুক্তির জন্য এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ আসর কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন দরগাহ জামে মসজিদে বিশেষ এই দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা ক্বারী মোঃ ইয়াসীন।
দোয়া মাহফিলে করোনায় আক্রান্ত গণমানুষের নেতা আলহাজ্ব আজিজুর রহমান এর রোগমুক্তি কামনায় পরম করুণাময়ের কাছে প্রার্থনা করেন। এতে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ভানুগাছ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সানোয়ার হোসেন, আওয়ামিলীগ নেতা সুলতান মনসুর সিদ্দেক, আব্দুল বাসিত, ছাত্রলীগ নেতা সায়মন আহমদ, সাবেদ আহমদ এবং এলাকার প্রবীণ মুসল্লী সহ নানান শ্রেণির মানুষ।
Leave a Reply