তরণী কান্ত সুমন।
। তারাগঞ্জ প্রতিনিধি,রংপুর।।
তারাগঞ্জে অাবারো সড়ক দূর্ঘটনায় নিহিত ১ জন এবং অাহত ১ জন।। গতকাল সকাল অনুমানিক ৬ টায় কাজী ফার্ম এবং বরাতি ব্রীজ অদূরবর্তী তারাগঞ্জ বেলতলিতে রংপুর -দিনাজপুর মহাসড়কে এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষ দর্শীরা বলেন- মোটর বাইক চালক নারায়ণগঞ্জ জেলার পাউরাপাড়া রুপগঞ্জের রাসেল মন্ডল (৩৫) বাসিন্দা এবং তার সঙ্গে অারেকজন জাহিদ হোসেন( ৩০) বাইকে করে সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে মোড় অতিক্রম করার সময় হঠাৎ করে সামনে রংপুর থেকে অাসা একটা প্রাইভেট মাইক্রো এসে মুখোমুখি সংঘর্ষ করলে মোটর বাইক চালক ঐ সময় ধাক্কায় পরে যায় ঘটনাস্থলে ঐ ব্যক্তির মৃত্যু ঘটে এবং সঙ্গে থাকা অারেকজন ব্যক্তি অাহত হয় । প্রাইভেট মাইক্রো চালক এবং যাত্রী কাউকে খুজে পাওয়া যায়নি। এ ঘটনা শুনা মাত্র ফায়ার সার্ভিস উদ্ধার কর্মি, পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অাহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।
Leave a Reply