আব্দুল্লাহ আল হাসিব, বরিশালঃ
বরিশালে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে চোরাই টলিগাড়ি উদ্ধার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। এসময় একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৫ আগষ্ট) বিকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, আটককৃত চোরের নাম রবি হাওলাদার (২১)। সে ঝালকাঠী জেলার কিফাইতনগর এলাকার মৃত ওবায়দুল হাং এর ছেলে।
উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম আরও জানান, মঙ্গলবার(৪ আগষ্ট) দিবাগত রাত ৩ টায় বরিশাল এয়ারপোর্ট থানা এলাকার কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসান হয়। এ সময় ঝালকাঠীর দিক থেকে বরিশালের দিকে একটি টলিগাড়ি যেতে চাইলে গাড়ীটি থামিয়ে তল্লাশি করা হলে প্রথমে গাড়ীর চালক গাড়িটি নিজের দাবী করে। পরে এস আই রাজীব চন্দ্র দে ও তার সঙ্গীয় ফোর্স তাকে থানায় নিয়ে আসলে গাড়ীটি চুরি করার কথা স্বীকার করে।
আটক চোর ও চোরাই টলিগাড়িটি ঝালকাঠী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply