মিজানুর রহমান
, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটির নাম রহিমা (৪) সে উপজেলার কিচক সোনার পাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।
জানা যায় আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১ টায় শিশুটির মা নদীতে কাপড় কাঁচতে যায়। এই সময় শিশু রহিমা ও তার পাশের বাড়ির আর একটি শিশু আকিকা কে নিয়ে নদীর ধারে খেলতে যায়। এক সময় কাপড় কাঁচা শেষ করে শিশু রহিমার মা দেখতে পান আকিকা নদীর পাড়ের গাছের গোড়া ধরে ঝুলছে আর রহিমা নেই। তখন এলাকাবাসী নদীতে অনেক খোজাখুজির পর শিশু রহিমার লাশ উদ্ধার করে। মর্হূতেই আত্নীয় স্বজনের কান্নায় আকাশ বাতাশ ভারী হয়ে ওঠে।শিশু রহিমার এমন আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply