আরিফুজ্জামান,কুষ্টিয়া প্রতিনিধি:
খোকসায় মাদ্রাসার সভাপতি ও শিক্ষক সহ ৭ জুয়ারীকে আটক করেছে খোকসা থানা পুলিশ ।
৬আগষ্ট বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার সময় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের গণেশপুর বাজারে গনেশপুর দাখিল মাদ্রাসার সভাপতি ও শিক্ষক সহ ৫ ব্যবসায়ী জুয়াখেলা অবস্থায় আটক করেছে খোকসা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন স্থানীয় ইয়াকুব আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও গনেশপুর দাখিল মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমান সাহেব মাস্টার (৫৮) এবং সহকারি শিক্ষক আবু নাসের হাসান জাহিদ (৫২)। আজইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাইদুল ইসলাম (৪৫), একই গ্রামের মোঃ মাহবুবুর রহমান (৪৬), গনেশপুর গ্রামের মৃত রহমান সাহা ছেলে রহিম সাহা (৬০), শাহাদাত হোসেনের ছেলে সুমন (৩৫) ও মোঃ আমান বক্সের ছেলে হাশিম রেজা (২২)।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইদ্রিস আলী স্থানীয় সাংবাদিকদের জানান, এদের বিরুদ্ধে জুয়াড়ি একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -৪, তারিখ০৭/০৮/২০২০ ইং।
শুক্রবার (৭ আগস্ট) সকাল দশটার সময় গ্রেপ্তারকৃত জুয়াড়িদের কে কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply