ফুলপুর প্রতিনিধিঃ– মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুরে পয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়ারম্যান আবু মন্নাফ এর নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় ফুলপুর উপজেলার পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যান, জনপ্রতিনিধি সহ সর্বস্তরের লোকজন অংশ নেন।
উল্লেখ্য, সোমবার বিকাল ৪.৪৫ টার সময় আমুয়াকান্দা নিজ বাসায় সাবেক তিনবারের চেয়ারম্যান আবু মন্নাফ ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply